bdengineer.com Blog Gadget Tech ঢাকা এবং চট্টগ্রামে পরীক্ষামূলক ৫জি চালালো গ্রামীনফোন
Bangladesh News Tech

ঢাকা এবং চট্টগ্রামে পরীক্ষামূলক ৫জি চালালো গ্রামীনফোন

ঢাকা, চট্টগ্রামে পরীক্ষামূলক ৫জি চালালো গ্রামীনফোন

ঢাকা, চট্টগ্রামে পরীক্ষামূলক ৫জি চালালো গ্রামীনফোন

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ঢাকা এবং চট্টগ্রামের কিছু অংশ পরীক্ষামূলকভাবে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করেছে।

গ্রামীণফোন গ্রাহকের ফাইভ-জি সমর্থিত মোবাইল ফোনে ফাইভ-জি ব্যবহার করা যাবে বলে গ্রামীণফোন সূত্রে জানা গেছে। তবে এজন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে গ্রামীণফোন “অনেকটা ট্রায়ালের মতো” বলে অভিহিত করেছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান-সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর জিপি হাউজের ইনোভেশন ল্যাবে ফাইভজি ট্রায়ালের অভিজ্ঞতা নেন।
এ ইনোভেশন ল্যাবটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখান থেকে ধাপে ধাপে ফাইভজি টেস্ট ও এর ব্যবহারিক অভিজ্ঞতার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। এর পাশাপাশি, প্রতিষ্ঠানটি শিগগিরই অন্যান্য বিভাগীয় শহরে ফাইভজি ট্রায়াল পরিচালনার পরিকল্পনা রয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান সংবাদ মাধ্যমকে বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যপূরণে আমরা ফাইভজি কানেক্টিভিটি ও এর ইউজ কেসের ট্রায়াল পরিচালনা করছি।”

তবে গ্রামীণফোন দেশে যেখানে 3g সেবা এবং 4g সেবা গ্রাহকদের ভালো ভাবে দিতে ব্যর্থ হচ্ছে এবং সেই সাথে কল ড্রপিং এর অভিযোগ, এখন এই সেবা গুলো উন্নত না করে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করে গ্রামীণফোন গ্রাহকদের কতটুকু সন্তুষ্ট করতে পারবে সেটা সামনেই বলা যাবে

From- Md Hasib

Share করে সবাইকে জানিয়ে দিন।

PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version