ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ ভর্তি নোটিশ ২০২১-২০২২ । ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইটে প্রকাশ করা হবে । এই আর্টিকেলে ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদনের যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবন্টন, আবেদন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল ।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। তার মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল সম্পর্কিত ২টি বেসরকারি কলেজ। । উল্লেখ্য যে, ঢাবি প্রযুক্তি ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ।
আবেদন ফি: ৬৫০/- টাকা
ভর্তি ফলাফল: পরীক্ষার ৭ দিনের মধ্যে
ময়মনসিংহ ইঞ্জিনিয়রিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ | সরকারি ইন্জিনিয়ারিং কলেজ |
শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর | বেসরকারী ইন্জিনিয়ারিং কলেজ |
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) | ৪ বছরে কোর্স ফি ৪,৫০,০০০ টাকা |
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ | ৪ বছরে কোর্স ফি ৩ ,৭৭,৫০০ টাকা |
কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ | ৪ বছরে কোর্স ফি ৪ ,৪৪,০০০ টাকা |
ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ | —– |
আবেদনের ন্যূনতম যোগ্যতা
২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে বাংলাদেশের যেকোন শিক্ষা। বাের্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি/A-Level পাশ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমতা নিরূপনের মাধ্যমে SSC ও HSC সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.৫০ হতে হবে এবং আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।
ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার সময় | ১ ঘন্টা ৩0 মিনিট |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
মোট প্রশ্ন | ১২০টি |
মোট নম্বর | ১২০ |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
আবশ্যিক প্রশ্ন | পদার্থ, গণিত, রসায়ন ,ইংরেজী |
*পদার্থ -৩৫,রসায়ন- ৩৫,গণিত – ৩৫,ইংরেজি- ১৫ | মোট =১২০ |
পাশ নম্বর | ৪৮ |
নেগেটিভ মার্কিং | নেই |
মোট সিট সংখ্যা | ৮৪০ টি |
ক্যালকুলেটর ব্যবহার | করা যারে না । |
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
কিছু সাধারণ জিজ্ঞাসা
সার্টিফিকেট কে দিবে ?
সার্টিফিকেট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ল্যাব ফ্যাসেলিটিস কেমন?
যথেষ্ট ভালো
লাইব্রেরি ফ্যাসেলিটিস কেমন ?
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতিই ।
পড়াশোনা শেষ করে চাকুরীর সুযোগ কেমন?
ইঞ্জিনিয়ারিং কলেজর কথা বলতে গেলে, অনেক সিনিয়র দেশের বাহিরে আছেন,অনেকেই আছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে।গত মাসেও ৫+ ইন্টারন্যাশনাল ভার্সিটিতে স্কলারশিপ পেয়েছেন আর শেষ পর্যন্ত নাসার এক প্রজেক্টে ৩ বছরের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন।
All Information Collect From- News
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh