অফিস কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। নতুন সূচি অনুযায়ী, ঢাবির সব অফিস কার্যক্রম আগামীকাল বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। পূর্বের ন্যায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়েছে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh