ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ৫ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হবে।
শুক্রবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য জানা যায়। ৫ আগস্ট থেকে শুরু হয়ে এ ইউনিটের সাক্ষাৎকার চলবে ৭ আগস্ট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ক-ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী ফার্মেসী অনুষদ (খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সাক্ষাৎকারে নিম্নলিখিত কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যাদের মেধাক্রম ১-২০০০ তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৫ আগস্ট শুক্রবার, যাদের মেধাক্রম ২০০১-৪০০০ তাদের সাক্ষাৎকার ৬ আগস্ট শনিবার এবং ৭ আগস্ট রোববার কোটাধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রত্যেক দিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চার ধাপে এসব সাক্ষাৎকার চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে যে সকল শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে শুধুমাত্র তারাই ০৭/০৮/২০২২ তারিখে সাক্ষাৎকার দিতে পারবে। মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh