ঢাকা বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার ক,খ,গ,ঘ ও ঙ ইউনিট সিট প্ল্যান ২০২১-২০২২। ঢাবি আসন বিন্যাস ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.eis.edu.bd এ প্রকাশ করা হবে। এই নিবন্ধে ঢাবি ভর্তি পরীক্ষার সকল ইউনিটের আসন বিন্যাস দেখার প্রক্রিয়া ও অন্যান্য বিষয় আলোচনা করা হল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক,খ,গ,ঘ & চ ইউনিট আসন বিন্যাস ২০২১-২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের সকল ইউনিটে অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া ১০ মার্চ ২০২২ তারিখে শেষ হয়। ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ জুন। এবারের ভর্তি পরীক্ষা আগের মতো পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) দেশের বিভাগীয় শহরগুলোর কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ
ইউনিট | তারিখ | সময় |
ক-ইউনিট | ১০ জুন ২০২২ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
খ-ইউনিট | ০৪ জুন ২০২২ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
গ-ইউনিট | ০৩ জুন ২০২২ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
ঘ-ইউনিট | ১১ জুন ২০২২ | সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত |
চ-ইউনিট (সাধারণ জ্ঞান) | ১৭ জুন ২০২২ | সকাল ১১.০০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত |
ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ০৩ জুন শুরু হবে এবং শেষ হবে ১৭ জুন। পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আসন বিন্যাস জেনে নেওয়া প্রয়োজন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সম্পর্কে বিস্তারিত আমাদের এই পোস্ট এ আলোচনা করব। আমরা SMS এর মাধ্যমে আসন বিন্যাস জানার প্রক্রিয়া এবং তার পাশাপাশি অনলাইনে আসন বিন্যাস জানার প্রক্রিয়া উল্লেখ করা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২২ এর কেন্দ্র তালিকা সম্পর্কিত একটি ছক নিচে প্রকাশ করা হলো। এসকল কেন্দ্রের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আসন বিন্যাস তালিকা প্রকাশ করা হবে।
স্থান | কেন্দ্রের নাম |
ঢাকা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
রাজশাহী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
সিলেট | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
বরিশাল | বরিশাল বিশ্ববিদ্যালয় |
খুলনা | খুলনা বিশ্ববিদ্যালয় |
রংপুর | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় |
ময়মনসিংহ | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
উল্লেখ্য যে, বিভাগ ভিত্তিক উল্লেখিত কেন্দ্রসমূহ ছাড়াও এর পার্শ্ববর্তী স্কুল ও কলেজকে পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে।
SMS এর মাধ্যমে আসন বিন্যাস জানার প্রক্রিয়া
আপনার মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে মুহূর্তে আপনার ইউনিটের পরীক্ষার জন্য নির্ধারিত আসন সম্পর্কে জানতে পারবেন। নিচে সকল বিভাগের আসন বিন্যাস (সিট প্ল্যান) এসএমএস এর মাধ্যমে জানার প্রক্রিয়া বর্ণনা করা হল।
‘ক’ ইউনিট এর আসন বিন্যাস
DU KA ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে)। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিন।
‘খ’ ইউনিট এর আসন বিন্যাস
DU KHA ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে)। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিন।
‘গ’ ইউনিট এর আসন বিন্যাস
DU GA ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে)। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিন।
‘ঘ’ ইউনিট এর আসন বিন্যাস
DU GHA ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে)। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিন।
‘চ’ ইউনিট এর আসন বিন্যাস
DU GHA ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে)। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ DU KA 12345। তারপর ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিন।
অনলাইনে আসন বিন্যাস জানার প্রক্রিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা সম্পর্কিত ওয়েবসাইট এ এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ২০২১-২০২২ জানার জন্য নিচে উল্লেখিত পদক্ষেপ অনুসরণ করুনঃ
- প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা সম্পর্কিত ওয়েবসাইট admission.eis.edu.bd এ প্রবেশ করুন।
- এবার ওয়েবসাইট এর উপরে বাম পাশে লগইন বাটনে ক্লিক করুন।
- তারপর আপনার এইচএসসি রোল নাম্বার, এইচএসসি বোর্ড, এইচএসসি পাসের সন এবং এসএসসি রোল প্রদানের মাধ্যমে ওয়েবসাইট এ প্রবেশ করুন।
- লগইন করার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আসন বিন্যাস পেয়ে যাবেন।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত এবং এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। আসুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এর সকল ইউনিট এর নম্বর বন্টন সম্পর্কে জেনে নেই।
ইউনিটের নাম | এমসিকিউ পরীক্ষা | লিখিত পরীক্ষা | ||
নম্বর | সময় | নম্বর | সময় | |
ক ইউনিট | ৬০ নম্বর | ৪৫ মিনিট | ৪০ নম্বর | ৪৫ মিনিট |
খ ইউনিট | ৬০ নম্বর | ৪৫ মিনিট | ৪০ নম্বর | ৪৫ মিনিট |
গ ইউনিট | ৬০ নম্বর | ৪৫ মিনিট | ৪০ নম্বর | ৪৫ মিনিট |
ঘ ইউনিট | ৬০ নম্বর | ৪৫ মিনিট | ৪০ নম্বর | ৪৫ মিনিট |
চ ইউনিট | ৪০ নম্বর (সাধারণ জ্ঞান) | ৩০ মিনিট | ৬০ নম্বর | ৬০ মিনিট |
ঢাকা ভর্তি পরীক্ষা ২০২২ এর নিয়মবিধি–
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে আর সবসময় চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব পরীক্ষার হল এবং ক্যাম্পাসে সামাজিক দূরত্ব বজায় রাখার।
১. করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং অতিরিক্ত মাস্ক নিজের সাথে বহন করবে।
২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. শিক্ষার্থীরা নিজ আসন গ্রহণের পূর্বে খেয়াল রাখতে হবে যেনো পরীক্ষার কেন্দে তারা মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক ডিভাইস, স্মার্ট ঘড়ি এসবের কোনো কিছুই বহন না করে। পরীক্ষার হলে এসবের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh