April 9, 2025
Chicago 12, Melborne City, USA
BUET CUET Programming competition RUET Student Activity

তথ্য প্রযুক্তিতে সেরা বুয়েট-রুয়েট-চুয়েটের নারী শিক্ষার্থীরা

অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২২ এ অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরা

তথ্য প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত অ্যাডা লাভলেস সেলিব্রেশন ২০২২ এ প্রোগ্রামিং কন্টেস্টে সেরা হয়েছে তিনটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

প্রোগ্রামিং কন্টেস্টে প্রথম তিনটি দল যথাক্রমে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট আন্ডারস্কোর দলের নওশিন নাওয়াল, রামিসা আলম, রাবেয়া হোসাইন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রুয়েট রিসাইকেল বিন দলের ফারিহা তাসনীম চৌধুরী, সুমাইয়া জাহান, জয়তুন সুলতানা, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চুয়েট মেলানোস্টিকটাস দলের ফারিহা তাসনীম চৌধুরী, শাওলী আহসান ও তাসফিয়া আনোয়ার।

তথ্য প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী নারী শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে সংযুক্ত করতে, সফল নারীদের সঙ্গে নতুনদের নেটওয়ার্ক তৈরীতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রস্তুতির লক্ষ্য নিয়ে রাজধানীর ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক-এ গত ২২ ও ২৩ জুলাই দুই দিনব্যাপী আয়োজিত হয় এই সেলিব্রেশন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর ইএসডিজিফরবিডি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। দুইদিনের এই উৎসবে ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট, পোস্টার প্রতিযোগিতা, ওয়ার্কশপ, সেমিনার এবং আরো অনেক কিছুর আয়োজন করা হয়। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামল দুইদিনের এই উৎসবের।

জানা যায়, এ বছর ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্টের প্রিলিমিনারি পর্বে সারাদেশ থেকে মেয়েদের ৩০০টি দল অংশগ্রহণ করে, যেখান থেকে প্রায় ৫৫ টি দল ঢাকায় আয়োজিত চূড়ান্ত পর্বে অংশ নেয়।

Share করে সবাইকে জানিয়ে দিন।

PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *