থাইল্যান্ড শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে থাইল্যান্ডে অনুষ্ঠিত 7th International Convention on Vocational Student’s Innovation Project #ICVSIP2022
এই বছর থাইল্যান্ড, চায়না, বাংলাদেশ, জাপান, সিংগাপুর ও ইন্ডিয়া মোট ৬ টি দেশের ৯৪ টি ইনোভেটিভ রিসার্চ প্রজেক্ট এই কনভেনশনে প্রদর্শন করা হবে। বাংলাদেশ থেকে IDEB IoT & Robotics Research lab হতে উদ্ভাবিত রিসার্চ প্রজেক্ট নিয়ে ৪ জনের একটি দল অংশগ্রহণ করছে।
বায়ুর এই চাপ কাজে লাগিয়ে আইডিইবির রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের ৩ ইনোভেটর টারবাইন উদ্ভাবন করেছেন। যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে।
তরুণদের উদ্ভাবিত উইন্ড টারবাইনগুলোতে দেওয়া হয়েছে বেশ কিছু আইওটি সেন্সর। যার সাহায্যে ওই মহাসড়কের তাপমাত্রা, বাতাসের আদ্রতা ও কার্বনডাইঅক্সাইডের পরিমান জানা যাবে। যা মহাসড়কের আশেপাশের মানুষদের অ্যাপের মাধ্যমে সরবরাহ করবে।
উল্লেখ্যঃ – হাইওয়ের বাতাসের চাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করার এই প্রকল্পে যুক্ত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক দুই শিক্ষার্থী রাহাত উদ্দিন এবং আব্দুল্লা আল আরাফ এবং আরেকজন হলেন রেজাউল খান
রাহাত উদ্দিন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বর্তমান ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রোনিক্স ইঞ্জিনিইয়ারিংয়ে বিএসসি করছেন এবং আব্দুল্লা আল আরাফ সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিইয়ারিংয়ে বিএসসি করছেন
তারা জানান, এই প্রকল্পের মূল উদ্দ্যেশ হচ্ছে দেশে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে আরো সহজ করা। যাতে করে দেশে সোলারের পাশাপাশি বায়ু বিদ্যুৎ জনপ্রিয় হয়ে উঠে। এই প্রকল্পের আরেকটি উদ্দেশ্য হচ্ছে- সেন্সরের মাধ্যমে বাতাসে কার্বনের পরিমান ও বায়ু দূষণের পরিমাণ সম্পর্কে মানুষকে জানানো।
কম খরচে হাইওয়ে ও নৌযানে উইন্ড টারবাইন উদ্ভাবনে দলটির মেন্টর হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিইয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. খন্দকার আব্দুল্লা আল মামুন স্যার ।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh