bdengineer.com Blog Jobs for Fresher নবীন স্নাতকদের জন্য বিডি জবসের ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার
Jobs for Fresher Private Sector Jobs

নবীন স্নাতকদের জন্য বিডি জবসের ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা নবীন স্নাতকদের চাকরি পেতে সহযোগিতার লক্ষ্যে অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ‘বিডি জবস’ আয়োজন করতে যাচ্ছে ‘ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ার’। আগামী সোমবার রাজধানীর ইন্ট্যারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসবে এ চাকরি মেলা। প্রথম আলো এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় মেলা শুরু হবে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিডি জবস ফ্রেশারস ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করতে অনলাইনে নিবন্ধন করতে হবে। যদি বিডি জবসে অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি করে জব ফেয়ারের জন্য নিবন্ধন করা যাবে। আর যদি বিডি জবস অ্যাকাউন্ট থাকে, তাহলে লগইন করে মেলার জন্য নিবন্ধন করা যাবে।

চাকরি মেলার জন্য নিবন্ধন করা যাবে এই লিংকের মাধ্যমে https://www.bdjobs.com/jobfair/new_reg/fair_reg.asp?Fair_Id=11829

চাকরি মেলায় প্রায় ১৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠান ৪৫০টি পদে কর্মী নিয়োগ দেবে। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার চাকরিপ্রার্থী মেলার জন্য নিবন্ধন করেছেন। এবারের মেলা থেকে প্রায় ২ হাজার ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিডি জবসের পক্ষ থেকে বলা হয়েছে।

Let everyone know by sharing.

Page Link – bdengineer.com

Page Link- Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version