bdengineer.com Blog Gadget Tech নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে নাসা
Tech

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে নাসা

‘নাসা প্লাস’ নামে নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্ল্যাটফর্মটিতে নাসার বিভিন্ন কার্যক্রম সরাসরি সম্প্রচারের পাশাপাশি মহাকাশের তথ্যভিত্তিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র প্রচার করা হবে। আগামী মাসে চালু হতে যাওয়া প্ল্যাটফর্মটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে এবং এতে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

জানা গেছে, প্ল্যাটফর্মটিতে নেভিগেশন ও সার্চ ফাংশন সুবিধা থাকায় নাসার হালনাগাদ কার্যক্রম জানার পাশাপাশি সহজে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যাবে। ফলে মহাকাশের বিভিন্ন তথ্য একই জায়গায় জানার সুযোগ মিলবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি নাসার অ্যাপ কাজে লাগিয়ে ‘নাসা প্লাস’ নামের স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রবেশ করা যাবে। কম্পিউটারের পাশাপাশি অ্যাপল টিভি ও ফায়ার টিভি থেকেও ব্যবহার করা যাবে প্ল্যাটফর্মটি।

নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর বিষয়ে নাসার প্রধান তথ্য কর্মকর্তা জেফ সিটন জানিয়েছেন, নাসার বিভিন্ন কনটেন্ট সবার কাছে সহজলভ্য করতেই এ উদ্যোগ। এর মাধ্যমে নাসার সব তথ্য বর্তমানের তুলনায় সহজে জানা যাবে।

নাসার যোগাযোগ বিভাগের কর্মকর্তা মার্ক এটকাইন্ড জানিয়েছেন, নাসা কীভাবে মহাকাশে অজানা বিভিন্ন বিষয় অনুসন্ধান করে, তা ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আরও ভালোভাবে উপস্থাপন করা হবে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে।

নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেট বিভাগের সহযোগী প্রশাসক নিকি ফক্স জানিয়েছেন, প্ল্যাটফর্মটিতে মহাকাশ গবেষণার তথ্য থাকার পাশাপাশি পৃথিবীতে সূর্যের প্রভাবসহ জলবায়ু বিষয়েও জানা যাবে।

সূত্র: গ্যাজেটস নাউ

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version