bdengineer.com Blog Scholarship নেদারল্যান্ডসের ফুল-ফ্রি স্কলারশিপ
Scholarship Study Abroad

নেদারল্যান্ডসের ফুল-ফ্রি স্কলারশিপ

Netherlands full free scholarship

Netherlands full free scholarship

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপের মাধ্যমে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়। “ হান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের স্কলারশিপ-২০২৩ “প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় এপ্রিল ২০২৩।

হান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস নেদারল্যান্ডের বৃহত্তম এবং সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। বিশেষ করে ফলিত বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে। এটিতে ৩৬,০০০ এর বেশি শিক্ষার্থী এবং ৪,০০০ কর্মী রয়েছে। হান বিশ্ববিদ্যালয় ১ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর, এটি একটি বৃহৎ, বিস্তৃত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়।

সুযোগ-সুবিধা: স্কলারশিপটি মূলত ভালো ফলাফল ও অন্যান্য অর্জনের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। ডাচ শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় হান বিশ্ববিদ্যালয় প্রোগ্রামটি অফার করে থাকে। এর আওতায় সম্পূর্ণ বিনা খরচে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ আছে।

• প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ২ হাজার ৫০০ করে মোট ৫ হাজার ইউরো প্রদান করবে।

• এরপর প্রতিবছর শিক্ষার্থীরা ২ হাজার ৫০০ ইউরো করে প্রদান করবে।

• তবে স্কলারশিপটি চালু রাখতে শিক্ষার্থীদের অবশ্যই ৪৫ ক্রেডিট ধরে রাখতে হবে।

যে যে প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ প্রদান করবে:

স্নাতক প্রোগ্রাম

• অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং

• ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

• মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

• এম্বেডেড ইঞ্জিনিয়ারিং

• ইন্টারন্যাশনাল বিজনেস

• লাইফ সায়েন্স

• পদার্থবিজ্ঞান

• কমিউনিকেশন

• ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক

মাস্টার্স প্রোগ্রাম

• ইঞ্জিনিয়ারিং সিস্টেম

• কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং

• অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং

• মলিকুলার লাইফ সায়েন্স

• লিন ইঞ্জিনিয়ারিং

• সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং

• এম্বেডেড ইঞ্জিনিয়ারিং

আবেদনের যোগ্যতা:

• অন্তর্জাতিক এবং নন ইউরোপিয়ান শিক্ষার্থী হতে হবে।

• আবেদনকারীকে ভালো ফলধারী হতে হবে।

• আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫।

• টোফেল স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

• প্রথমত, বিশ্ববিদ্যালয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে। ভর্তির পর বিশ্ববিদ্যালয় স্কলারশিপে আবেদনের জন্য আপনাকে ই-মেইল করবে।

• আবেদনকারীকে হান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কীভাবে আপনি একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন তা বর্ণনা করে একটি মোটিভেশনাল লেটার আপলোড করতে হবে।

• সিভি আপলোড করতে হবে।

• তিন মিনিটের একটি শর্ট ভিডিও দিতে হবে।

• ভিডিওতে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে- নিজেকে নিয়ে কথা বলুন এবং আপনি কী কী বিষয়ে পারদর্শী তা জানান।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.hanuniversity.com/en/study-and-living/scholarships/#

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version