bdengineer.com Blog EEE Jobs পপুলার হাসপাতলে নিয়োগ বিজ্ঞপ্তি
EEE Jobs Jobs - Diploma Engineers Private Sector Jobs

পপুলার হাসপাতলে নিয়োগ বিজ্ঞপ্তি

1383

পপুলার হাসপাতলে জরুরী ভিত্তিতে ০৩ জন ইলেকট্রিশিয়ান প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা– SSC/HSC/Diploma in Electrical ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে এবং বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড হতে A B C এর যেকোন একটি লাইসেন্স প্রাপ্তদের অগ্রধিকার দেওয়া হবে।

প্রয়োজনিয় যোগ্যতা ও অভিজ্ঞতা সমূহ:

১. যেকোনো নতুন স্থাপিত ভবনের ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট কাজের বাস্তব দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. বহুতল বাণিজ্যিকভবনে ইলেকট্রিক্যাল সাব-স্টেশন জেনারেটর অপারেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. ইলেকট্রিক্যাল ক্যাবল হাউস ওয়ারিং এবং কাজের বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা প্রয়োজন।

৪. ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি যেমন- আই পি এস, ইউপিএস, ওয়াটার হিটার, ফ্যান, মোটর, ওভেন, ব্লেন্ডার, মেশিন সার্ভিসিং এবং রিপেয়ারিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. সকল ইলেকট্রিক্যাল কাজের নিরাপত্তা বিষয়ের উপর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: (14000 হতে 20000) হাজার টাকা,

বছরে তিনটি বোনাস ও ২৪ দিন ছুটি সহ, লিভ ইন ক্যাশ, প্রফিট শেয়ার, স্বাস্থ্য সেবা, প্রতিবছর ১০% হারে বেতন বৃদ্ধি,

প্রভিডেন্ট ফান্ড এবং কোম্পানির অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

.

আগ্রহীগণ যোগাযোগ করুন: 01742117830/ 01813318111

জীবন বৃত্তান্ত /সিভি পাঠান : info@popular-hospital.com

লোকেশন – ধানমন্ডি, ঢাকা।

Join our community linkedin bdengineer.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version