bdengineer.com Blog Engineers প্রকৌশলীকে দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় ইউএনও’র শাস্তি দাবি আইইবি’র
Engineers IEB

প্রকৌশলীকে দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় ইউএনও’র শাস্তি দাবি আইইবি’র

IEB

অসমাপ্ত কাজের বিলে উপজেলা প্রকৌশলীকে দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় ইউএনও’র শাস্তি দাবি করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)।

মঙ্গলবার (২৭জুন) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জুর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই অর্থ বছরের (২০২২-২৩) জুন ক্লোজিং এর শেষ দিন গত রোববার (২৫জুন) বরিশালে বাবুগঞ্জে কর্মরত উপজেলা প্রকৌশলী মো. শহীদুল ইসলাম কাজ অসমাপ্ত রেখে বিলে স্বাক্ষর দিতে সম্মত না জানালে বাবুগঞ্জ উপজেলার ইউএনও নুসরাত ফাতিমা ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপপ্রয়োগ করে গ্রেফতারের ভয় দেখিয়ে বাবুগঞ্জের সোনালী ব্যাংক শাখায় আটকে রেখে উপজেলা প্রকৌশলীকে স্বাক্ষর করতে বাধ্য করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের অনৈতিক কাজ করতে উপজেলা প্রকৌশলীকে বাধ্য করায় দেশের প্রকৌশলী সমাজে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তুষ বিরাজ করছে। কাজ অসমাপ্ত রেখে বিল তুলে রাখা একটি অনৈতিক কাজ।

আইইবি দাবি করে, দেশের উন্নয়ন কার্যক্রমকে সচল রাখতে এবং প্রকৌশলীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করে সুষ্ঠু তদন্তপূর্বক বাবুগঞ্জের ইউএনও কে দ্রুত প্রত্যাহার করে ঘটনায় জড়িত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

From- IEB Facebook Page

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version