bdengineer.com Blog Bangladesh প্রথম বাংলাদেশী হিসাবে কোন শেরপা সাপোর্ট ছাড়াই লাল-সবুজের পতাকায় বিশ্বজয়
Bangladesh Diploma Engineers Polytechnic

প্রথম বাংলাদেশী হিসাবে কোন শেরপা সাপোর্ট ছাড়াই লাল-সবুজের পতাকায় বিশ্বজয়

প্রথম বাংলাদেশি হিসেবে ২৭ দিনের অভিযানে গিয়ে নেপালের ৩টি ছয় হাজার মিটার পর্বত চূড়া স্পর্শ করছেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের আহ্সানুজ্জামান তৌকির,

কোন শেরপা সাপোর্ট ছাড়াই ক্লাইম্বিং করে এবারই প্রথম কোনো বাংলাদেশী হিসেবে মাত্র ২৭ দিনে নেপালে ৩টি ছয় হাজার মিটার উচ্চতার পর্বত চূড়া স্পর্শ করলেন পাবনার চাটমোহরের সন্তান আহ্সানুজ্জামান তৌকির (২৭)। তার এই অভিযানের নাম ছিলো “TREE PEAK IN A ROW”। এই অভিযানের পৃষ্ঠপোষকতায় ছিলো রোপ ফোর আউটডোর অ্যাডুকেশন। তার এই সফলতার খবরে উচ্ছ্বসিত এলাকার মানুষ।

উল্লেখ্য, তৌকির গত বছরের অক্টোবরে খুম্বু রিজিওনের ৫০৭৬ মিটার উচ্চতার নাগা অর্জুন এবং ৬১১৯ মিটার উচ্চতার লবুচে পিক পর্বতের চুড়ায় আরোহণ করে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছেন।

আহ্সানুজ্জামান তৌকির এর বাড়ি পাবনার চাটমোহর এ তিনি চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ বিএসসি সম্পন্ন করেছেন।

তরুণ এই পর্বতারোহীর এবার সামনের পরিকল্পনা এভারেস্ট নিয়ে। এর জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তার এই অভিযানগুলো আরও সহজ হবে।
সপ্নবাজ এই তরুণ এখন নেপালে অবস্থান করছেন আরও একটি প্রশিক্ষণ অভিযানের জন্য। অভিযান শেষে আগামী ১৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version