bdengineer.com Blog News প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল ঘোষণা
News

প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল ঘোষণা

২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রী ফেলোশিপ বাতিল করা হয়েছে। যারা ফেলোশিপ পেয়েছেন, তাঁদের মেইলে বাতিলের খবর জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৪-২৫ অর্থবছরেরটি বাতিল করা হয়েছে।

এ সিদ্ধান্তে বিপাকে পরেছেন যাদের এই সেপ্টেম্বর মাসে পড়তে যাওয়ার কথা। তাদের সব ধরনের প্রস্তুতি শেষ। এখন তারা কী করতে হবে জানেন না। 

এ সমস্যা নিয়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আবদুল লতিফ বলেন, ‘এটা শুধু বাতিল করা হয়েছে, পরবর্তী করণীয় কী হবে, তা ঠিক করা হবে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version