April 7, 2025
Chicago 12, Melborne City, USA
KUET

প্রধান উপদেষ্টা বরাবর কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

KUET bdengineer.com

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তারা অনিরাপদ ভোগ করছে বলে জানান। এর প্রেক্ষিতে ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে কুয়েট শিক্ষার্থীদের এক প্রতিনিধি দল।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল।

শিক্ষার্থীরা জানান, দুটি বাসে করে তারা দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান। সেখান থেকে শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার দপ্তরে যান। শিক্ষার্থীরা তার কাছে উপাচার্য, উপ-উপাচার্যকে অপসারণ এবং নতুন নিয়োগ দেওয়াসহ ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। এছাড়া মৌখিকভাবে কুয়েটের সংঘর্ষ পরবর্তী সার্বিক অবস্থা তাকে অবহিত করেন। 

এর আগে সকাল ৮টায় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ৮০ জন দুটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। তারা দুপুর ২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেন। 

From- KUET News

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *