bdengineer.com Blog Private University প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ইউজিসির সহযোগিতা চলবে
Private University UGC

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ইউজিসির সহযোগিতা চলবে

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ইউজিসির সহযোগিতা চলবে

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ইউজিসির সহযোগিতা চলবে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউজিসির সহযোগিতা অব্যহত থাকবে।

মঙ্গলবার ইউজিসিতে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের (বিএসপিইউএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। ইউজিসি কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।

এসময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, বিএসপিইউএ সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদসহ বিএসপিইউএ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক ড. ফরিদ আহমদ বলেন, গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে যাচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে তিনি ইউজিসির সহযোগিতা কামনা করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version