আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) জাতীয় পর্ব অনুষ্ঠিত হলো ১১ মার্চ। এবারের আয়োজক ছিল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ বছর প্রাথমিক পর্বে দেশের ১২৮টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৬৪৮টি দল অংশ নিয়েছিল। মূল পর্বে ১৭০টি দলের মধ্যে প্রথম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডিইউ ক্রোনোস’। বিজয়ী দলের তিনজনই কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী—সাকিব হাসান, ইয়ামিন কায়সার ও ভোলানাথ দাস।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে ঢাবির ‘ডিইউ নট রেডি ইয়েট’ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট সম্মোহিত’। জাতীয় পর্ব থেকে বাছাই করা দল অংশ নেবে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার সবচেয়ে বড় আসরে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh