গত কাল রাতে ফিলিপ কটলার স্যার একটা মজার তথ্য দিলেন, তিনি কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করছেন।
তিনি চ্যাট জিপিটি একাউন্ট করে প্রথমে যে আর্টিকেল আউটলাইন নিয়েছেন সেটা হচ্ছে ২৬৬৮ জন মানুষ পৃথিবীর বেশিরভাগ সম্পদ দখল করে বসে আছে। তাদের কাছ থেকে এই সম্পদ কিভাবে নিয়ে গরীবদের মাঝে সুষম বন্টন করা যায়।
আরো ইন্টারেসটিং তথ্য দেই পৃথিবীর মোট সম্পদের ৬৩ ভাগ রয়েছে মাত্র ৭০ জন মানুষের নিয়ত্রনে।
মুলত এই কথা দিয়ে ফিলিপ কটলার স্যার বুঝাতে চেয়েছেন ভালো কাজে চ্যাট জিপিটির ব্যবহার করি।
তাকে প্রশ্ন করা হয়েছিল বাচ্চারা চ্যাট জিপিটি ব্যবহার করে লেখা পড়া করলে আমাদের করনীয়।
তিনি বলেন কোন আর্টিকেল এর আউটলাইন নেয়া যেতে পারে, ধারনা নেয়া যেতে পারে তবে বাচ্চাদের বলতে হবে আর্টিকেল তোমাকেই লিখতে হবে। তাদের বুঝাতে হবে গুগুল বা অন্য ওয়েবসাইট থেকে কপি করা আর চ্যাট জিপিটি থেকে কপি করা একই কথা। চ্যাট জিপিটি ১৫-২০ টা আর্টিকেল পড়ে জোড়াতালি দিয়ে একটা আর্টিকেল ডেলিভারি করে যেটা সব সময় সঠিক নাও হতে পারে।
বিলিয়নিয়ারদের সম্পদ কমানোর উপায় হিসেবে তিনি বলেন ইনকাম ট্যাক্স এর বাইয়ে সম্মপদের উপর ট্যাক্স বসানো যেতে পারে। বিলিয়নিয়াররা আমাদের সমাজের মূল সমস্যা। এদের সংখ্যা না কমলে পৃথিবীতে গরীবের সংখ্যা কমবে না।
গতকালের সেশনের তিনি আর একটা কথা বারবার বলেছেন, আমাদেরকে ব্যবসায়ী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে উদ্যোক্তা মনোভাব নিয়ে ব্যবসা করতে হবে।
তিনি কয়েকটা কেস স্টাডি বলেছেন আমার কাছে স্টার বাকস আর ওয়াল মার্টের টা মনে ধরেছে।
তেমনি তিনি বান্ড গুলোকে ইনফ্লুয়েন্সিয়াল মার্কেটিং করার ব্যাপারে সতর্ক হতে বলেছেন। তিনি বলেছেন সেই ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার কোন আকাম করলে তার বোঝা আপনার ব্রান্ডের উপর মারাত্মক ইফেক্ট ফেলতে পারে। এডিডাস ৪৫২ মিলিয়ন ডলার খুয়িয়েছে গত বছর এই ইনফ্লুয়েন্সিয়াল চক্করে৷
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh