April 20, 2025
Chicago 12, Melborne City, USA
Meta Facebook Research Scholarship Tech

ফেসবুক দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৩ দেওয়ার ঘোষণা দিয়েছে

ছবি: দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপের ওয়েবসাইট থেকে নেওয়া

ফেসবুক দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৩ দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ যেকোনো দেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ৩ আগস্ট আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

মেটার ওয়েবসাইটে জানানো হয়েছে, দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৩–এর আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ আগস্ট থেকে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি।

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
  • মেটার সঙ্গে সম্পর্কিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী হতে হবে।
  • আবেদনকারী যেকোনো দেশের নাগরিক হতে পারবেন।
    মেটার এআই রেসিডেন্ট হওয়া যাবে না।
  • এই ফেলোশিপে অংশ নেওয়ার সময় অন্য কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করা যাবে না।
  • ফেলোশিপ চলাকালে অন্য কোনো কোম্পানিতে ইন্টার্নশিপও করা যাবে না।

যেসব বিষয়ে ফেলোশিপ দেওয়া হবে—

  • এআই সিস্টেম এইচডব্লিউ এসডব্লিউ কো–ডিজাইন
  • অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস
  • এরআর/ভিআর ব্যাটারি রিসার্চ
  • এআর/ভিআর কম্পিউটার গ্রাফিকস
  • এআর/ভিআর ফিউচার টেকনোলজিস
  • এআর/ভিআর হিউম্যান–কম্পিউটার ইন্টারেকশন
  • এআর/ভিআর ফটোনিকস অ্যান্ড অপটিকস
  • এআর/ভিআর ওয়্যারলেস
  • অডিও প্রেজেন্স
  • অগমেন্টেড রিয়েলিটি অডিও
  • কম্পিউশনাল সোশ্যাল সায়েন্স
  • ডেটাবেজ সিস্টেমস
  • ডিস্ট্রিবিউটেড সিস্টেমস

  • হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন—সোশ্যাল মিডিয়া, পিপল অ্যান্ড সোসাইটি
  • নেটওয়ার্কিং
  • প্রাইভেসি অ্যান্ড ডেটা প্র্যাকটিসেস
  • প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস
  • সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি
  • টেকনোলজি পলিসি রিসার্চ

ফেলোশিপের সুবিধা
দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ দুই বছরের জন্য একটি ফুল ফান্ডেড প্রোগ্রাম। পড়াশোনার খরচ সরাসরি স্কুল বা প্রতিষ্ঠানে জমা হয়ে যাবে। এ ছাড়া ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের ভাতা, জীবনযাত্রা ও সম্মেলন ভ্রমণের খরচ বাবদ বছরে প্রায় ৪২ হাজার মার্কিন ডলার পাবেন। পরের বছরও দেওয়া হবে। যা প্রায় ৩৯ লাখ ৭৬ হাজার ৬৪৮ টাকা (১ ডলার সমান ৯৪ টাকা ধরে)।

আগ্রহী প্রার্থীদের এই Link রেজিস্ট্রেশন করার পর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সিভি, রিসার্চ স্টেটমেন্ট ও দুটি লেটারস অব রিকমেন্ডেশনসহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। আবেদনপদ্ধতি ও ফেলোশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই Link থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২২।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *