bdengineer.com Blog Gadget Tech ফোনের সাথে সংযোগ ছাড়াই কম্পিউটারে চলবে Whats App
Tech

ফোনের সাথে সংযোগ ছাড়াই কম্পিউটারে চলবে Whats App

আড়াই দিন পরও মুছে ফেলা যাবে হোয়াটসঅ্যাপ বার্তা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের জন্য নতুন অ্যাপ উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটি কাজে লাগিয়ে স্মার্টফোন কম্পিউটারের সঙ্গে যুক্ত না করেই সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ফলে কম্পিউটারে স্বাচ্ছন্দ্যে হোয়াটসঅ্যাপের বার্তা বা ছবি বিনিময় করা যাবে। মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে নামিয়ে ব্যবহার করা যাবে অ্যাপটি।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। শুধু তা–ই নয়, একসঙ্গে একাধিক যন্ত্রে ব্যবহারের সুযোগ থাকায় বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

উইন্ডোজের পাশাপাশি ম্যাকওএস ব্যবহারকারীদের জন্যও নতুন অ্যাপ আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ফলে শিগগিরই ম্যাক কম্পিউটার ব্যবহারকারীও স্মার্টফোনের সংযোগ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর থেকে একাধিক যন্ত্রে একই তথ্য ব্যবহারের সুবিধা পাওয়া যায় হোয়াটসঅ্যাপে। ফলে মুঠোফোনে থাকা হোয়াটসঅ্যাপ বার্তা ডেস্কটপ কম্পিউটারেও দেখা যায়। এমনকি মুঠোফোন বন্ধ থাকলেও ডেস্কটপ কম্পিউটারে হালনাগাদ বার্তাগুলো পড়া সম্ভব। বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ চারটি যন্ত্রে এ সুযোগ মিলে থাকে।
সূত্র: দ্য ভার্জ

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version