বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার ডিপার্টমেন্ট এর ৫ম পর্বের মেধাবী ছাত্র আল জামিউল বনি শুত্রুবার (৩ জুন) আদ্য আনুমানিক সন্ধ্যা ৬ টায় কলোনি বটতলা এলাকায় মেলার লটারি টিকিট কেনার সময় সামান্য কথার কাটাকাটি কে জের ধরে দূর্বৃত্তের ছুরিকাঘাতের হামলায় নিহত হয়েছেন
.
ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন
.
সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া শহরের কলোনি এলাকায় এ খুনের ঘটনা ঘটে,
নিহত বনি শহরের মালতিনগর পশ্চিমপাড়ার দন্ত চিকিৎসক আনিছুর রহমান বাবুর ছেলে,
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় লটারির টিকেট শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রি করা হচ্ছে। কলোনি বটতলা এলাকায় তাজ ফার্মেসির সামনে চেয়ার টেবিল নিয়ে বসে টিকেট বিক্রি করছিলেন মেলার লটারির সাথে জড়িত বেশ কয়েকজন যুবক। বনি সেখান থেকে টিকেট কিনে সেখানে থাকা বক্সে ফেলানোর সময় সোহান নামের এক যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এনিয়ে সোহানের সঙ্গে থাকা যুবকেরা বনিকে মারধর শুরু করে। এসময় মারধর করা যুবকদের মধ্যে একজন বনির মাথায় উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তিনি মারা যান।
এদিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
.
মেধাবী ছাত্র আল জামিউল বনি একাধারে হাফেজ, পলিটেকনিক শিক্ষার্থী এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন
আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন & পরিবারকে ধৈর্য্য ধরার তাওফিক দান করুন, এবং পরিবারকে হেফাজতে রাখুন
.
এবং অতি তাড়াতাড়ি হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক
.
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh