bdengineer.com Blog Gadget Tech বাংলাদেশে যাত্রা শুরু করল ‘লালামুভ’
StartUp Tech

বাংলাদেশে যাত্রা শুরু করল ‘লালামুভ’

বাংলাদেশে যাত্রা শুরু করল ‘লালামুভ’

বাংলাদেশে যাত্রা শুরু করল ‘লালামুভ’

বাংলাদেশে যাত্রা করেছে অন-ডিমান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম লালামুভ। এর মাধ্যমে বিশ্বের ১১ তম বাজারে প্রবেশ করল প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে লালামুভ জানিয়েছে, চালকদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে চার ধরনের ডেলিভারি সুবিধা প্রদান করবে তারা। এর মধ্যে আছে বর্তমানে সেবা প্রদান করছে এমন মোটরসাইকেল, কার ও ১-টন ট্রাক। শিগগিরই এর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা যুক্ত হবে।

২০১৩ সালে হংকংয়ে যাত্রা করে লালামুভ। বর্তমানে এশিয়া ও লাতিন আমেরিকার ৩০ টিরও বেশি শহরে কাজ করছে তারা। লালামুভের প্রযুক্তি-চালিত কাঠামো এবং তাৎক্ষণিক, নির্ভরযোগ্য, সহজ ও সাশ্রয়ী ডেলিভারি ব্যবস্থা বাংলাদেশের লজিস্টিকস ইকোসিস্টেমে অবদান রাখতে প্রস্তুত বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

পল লু একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘বর্তমানে এশিয়া ও লাতিন আমেরিকার ৩০টি শহরে লালামুভের ১ কোটি ব্যবহারকারী রয়েছে। গত দুই বছরে প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা ১৬০ শতাংশ বেড়েছে।’

বাংলাদেশের বাজার সম্পর্কে পল লু বলেন, ‘বাংলাদেশে প্রবৃদ্ধির সুযোগ ও সম্ভাবনা বেশ আশাব্যঞ্জক। দেশীয় ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশটির চমৎকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এসব ব্যবসার জন্য প্রচুর সুযোগ সৃষ্টি করছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা আমাদের লক্ষ্য। পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ব্যবসার ক্ষমতায়নের অভিজ্ঞতাও আমাদের আছে। এর মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চাই।’

লালামুভ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্য ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। মোটরসাইকেলের মাধ্যমে ডেলিভারির জন্য খরচ শুরু হবে ৪৭ টাকা থেকে। সিএনজিচালিত অটোরিকশার জন্য ন্যূনতম ব্যয় হবে ৫৫ টাকা। ঢাকা শহর, নারায়ণগঞ্জ ও টঙ্গী এলাকাজুড়ে ডেলিভারি সেবা দেওয়া হবে। বাংলাদেশের আগ্রহী গ্রাহকেরা লালামুভ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর এবং হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version