আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা। ৪ অনুষদের এই ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী শনিবার (২৫ মার্চ)। এদিকে, গত শনিবার (১৮ মার্চ) ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় ভর্তির এই (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইটে পাওয়া যাবে।
তাছাড়া, গতকাল বুধবার (২১ মার্চ) থেকে এই তালিকায় থাকা ভর্তি–ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোডও বিশ্ববিদ্যালয় ভর্তির (https://admission.bup.edu.bd/) ওয়েবসাইট থেকে করা যাবে।
বিইউপির ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, আগামী শুক্রবার আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন শনিবার সায়েন্স ও টেকনোলজি অনুষদ ও বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরের মধ্যে অনুষ্ঠিত হবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh