মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটিসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের তৈরি চ্যাটবট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। আর তাই এ বিষয়ে পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এ জন্য পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের সঙ্গে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি। নতুন এ উদ্যোগের আওতায় বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা পেশাজীবীরা লিংকডইনের মাধ্যমে বিনা মূল্যে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন কোর্স করতে পারবেন।
মাইক্রোসফটের করপোরেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেট বেনকেন এক লিংকডইন পোস্টে জানিয়েছেন, লিংকডইন লার্নিংয়ের সঙ্গে যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পাশাপাশি অলাভজনক, গবেষণা বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘জেনারেটিভ এআই স্কিলস গ্রান্ট চ্যালেঞ্জ’ চালু করছে মাইক্রোসফট। যেসব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে, তাদের এই তহবিল থেকে সহায়তা করা হবে। আর্থিক সহায়তা ছাড়াও মাইক্রোসফট ও গিটহাবের বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পাবে প্রতিষ্ঠানগুলো।
জানা গেছে, অনলাইনে এ প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির খুঁটিনাটি তথ্য জানার পাশাপাশি সেগুলো সঠিকভাবে ব্যবহারের কৌশল শেখানো হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজ নিজ প্রতিষ্ঠানে সঠিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজ নিজ প্রতিষ্ঠানে সঠিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন। প্রশিক্ষণ শেষে সনদও দেওয়া হবে।
প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। পরে স্প্যানিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, জার্মান, চাইনিজ ও জাপানিজ ভাষাতেও এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। ২০২৫ সাল পর্যন্ত বিনা মূল্যে এ প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট।
সূত্র: গ্যাজেটস নাউ
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh