দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন ও ফলধর্মী গবেষণা পরিচালনার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল রবিবার (১১ ডিসেম্বর) ইউজিসির অডিটোরিয়ামে রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন (রিসাপা) আয়োজিত কর্মশালায় এ কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ইউজিসির অনুদানে পরিচালিত প্রতিটি গবেষণা অবশ্যই স্বীকৃত জার্নালে প্রকাশিত হতে হবে। ইনডেক্স/ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশে ইউজিসি’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, গবেষণা পরিচালনা করতে অর্থ বড় বাধা নয়। শিক্ষকদের মানসম্পন্ন গবেষণা পরিচালনার ক্ষেত্রে আগ্রহ থাকতে হবে। গবেষণা খাতে অর্থ বরাদ্দে কোনো ধরনের কার্পণ্য করা হবে না।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে (২০২১-২০২২) অর্থবছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং প্রকৌশল বিজ্ঞান উপ-শাখার গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়নে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ৪২টি গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করা হয়।
From- News
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh