বিশ্বের প্রথম সারির প্রকাশনা সংস্থা এলসেভিয়ার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পাদনের ইচ্ছা পোষণ করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি স্বাক্ষরিত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো সহজে ও স্বল্পমূল্যে এলসেভিয়ারের ই-রিসোর্স ব্যবহার করতে পারবে যা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেগুলোতে গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে।
এলসেভিয়ারের তিন সদস্যের এক প্রতিনিধি দল ইউজিসি’র প্রশাসন বিভাগের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর- এর সাথে সৌজন্য সাক্ষাতে গবেষণা সহযোগিতার এ প্রস্তাব দেন এবং এর বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় এলসেভিয়ারের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র কাস্টমার কনসাল্ট্যান্ট ভিশাল গুপ্ত, সিনিয়র সলিউশন সেলস ম্যানেজার অর্ণব কুমার দে এবং একাউন্টস ম্যানেজার ফারাহা সিদ্দিকি উপস্থিত ছিলেন
উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর প্রায় ২০০০ এর উপরে জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২,৫০,০০০ এরও বেশি। এর আর্কাইভে ৭০ লক্ষেরও বেশি প্রকাশনা রয়েছে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh