December 23, 2024
Chicago 12, Melborne City, USA
BuTex

বুটেক্সে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ

ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেক্সটাইল  বিশ্ববিদ্যালয় (বুটেক্স) প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিন্ডিকেটের ৮৬তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে বলে এতে বলা হয়েছে।

এর আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত মাসের মাঝামাঝি সময়ে বুটেক্সে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা এবং নানা হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ সব ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন নিষিদ্ধের দাবি উঠে।

From BUTex

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *