বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল আজহার নামাজের জামাত সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের খোলার মাঠে নামাজের জামাতের উপর সরকারি বিধিনিষেধ জারি করা হলে অথবা আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মসজিদগুলো হলো- কেন্দ্রীয় মসজিদে সকাল ৬টা ৪৫ মিনিটে, বায়তুস সালাম মসজিদে সকাল ৭ টায় এবং আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৭ টায় উক্ত নামাজের জামাআত অনুষ্ঠিত হবে।
সকলকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল আজহার নামাজের জামাতে অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।
From- BUET News