বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার স্যারের মেয়াদ শেষ হওয়ায় রুটিন দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন স্যার,
গতকাল বুধবার (২৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাহাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার স্যারের মেয়াদ শেষ হয় গত সোমবার (২৪ জুন)। এরপর এখন পর্যন্ত কাউকে উপাচার্যের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পরবর্তী উপাচার্য নিয়োগ ও কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক আব্দুল জব্বার খাঁন স্যার উপ-উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।