April 7, 2025
Chicago 12, Melborne City, USA
BUET Student Activity

বুয়েট শিক্ষার্থী নিখোঁজ

পাঁচদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীরের (২৪)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তানভীরের পরিবার।

এ বিষয়ে তানভীরের বাবা সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমি পরিবারসহ দক্ষিণখানের পূর্ব আজমপুর ভাড়া থাকি। ১৭ মে তার বাসা থেকে তানভীর বের হয়ে যায়। এরপরে তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে রাত নয়টার দিকে তার দুটি ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। এরপরে হলে তার সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেও ছেলের কোনো খোঁজ পাইনি। বাসায় তার কোনো মোবাইল ফোন আমরা পাইনি।’

এ দিকে দক্ষিণখান থানার ওসি শেখ আমিনুল বাশার বলেন, তানভীর তার ব্যবহৃত ফোন বাসায় রেখে গেছেন। ফলে প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান বের করা সম্ভব হয়নি। আমরা ম্যানুয়ালি খোঁজ করছি।

নিখোঁজ তানভীর বুয়েটের শিল্প উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। বুয়েটের শহীদ স্মৃতি হলে থাকতেন তিনি। গত ১৭ মে হলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

From- BUET NEWS

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *