বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে বুয়েট ক্যাম্পাসেই। এ পরীক্ষার জন্য বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীদের মনে রাখতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আসুন জেনে নিই বুয়েটের ভর্তি পরীক্ষা খুঁটিনাটি
আবেদন:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট শুরু হবে আগামী ১৬ এপ্রিল শনিবার সকাল ১০টায়। আর আবেদনপত্র পূরণ ও সাবমিট শেষ হবে আগামী ২৫ এপ্রিল সোমবার বিকেল ৩টায়। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ হবে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৩টায়। ভর্তি পরীক্ষার ফি ‘ক’ গ্রুপের এক হাজার টাকা এবং ‘খ’ গ্রুপের এক হাজার ২০০ টাকা।
ই টি এস আর চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় জমা দেয়া অথবা রেজিস্টার্ড ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রার অফিসে প্রেরণ করতে হবে। ১৭ এপ্রিল রোববার থেকে ২৭ এপ্রিল বুধবার (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) সকাল ১০টা থেকে বিকাল ৩টা (সরাসরি জমা দেয়ার ক্ষেত্রে প্রযোজ্য) পর্যন্ত এ কার্যক্রম চলবে।
প্রাক-নির্বাচনী পরীক্ষা: প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ আগামী ১৪ মে শনিবার। প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে আগামী ৪ জুন শনিবার। এর মধ্যে শিফট-১ ‘ক’ ও ‘খ’ গ্রুপ সকাল ১০টা থেকে সকাল ১১টা এব ং শিফট-২ ‘ক’ ও ‘খ’ গ্রুট বিকেল ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরীক্ষা হবে।
মূল ভর্তি পরীক্ষা:
মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ আগামী ১১ জুন শনিবার। মূল মূল ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ জুন শনিবার।
আবেদনকারীদের যা মনে রাখা জরুরি: শুক্রবার অফিস বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল সোমবার বিকেল ৩টার পর অনলাইনে আবেদনপত্র পূরণ আর শুরু করা যাবে না এবং ঐদিনই বিকাল সাড়ে ৫টায় অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে। এরপর অনলাইনে আর কোনো আবেদনপত্র সাবমিট করা যাবে না।
প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু হবার ১৫ মিনিট ও মূল ভর্তি পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পরে কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মূল পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময় বিভাগীয় অপশন প্রদান করতে হবে।
বুয়েটে ভর্তি হওয়ার নিয়ম
ভর্তি পরীক্ষা সম্পর্তিক যাবতীয় তথ্য (http://ugadmission.buet.ac.bd/) ওয়েবসাইটে ও বুয়েটের মূল ওয়েবসাইটে জানানো হবে।
(ক) ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা এবং প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে।
(খ) নির্বাচিত প্রার্থীদের বিভাগ নির্বাচন তালিকা প্রকাশের পর ভর্তি কমিটিসমূহের সভাপতি কর্তৃক ঘোষিত নির্ধারিত তারিখে নির্বাচিত প্রার্থীদের মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। লিখিত আবেদনের মাধ্যমে গৃহীত পূর্ব-অনুমতি ব্যতিরেকে নির্ধারিত তারিখে মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষায় হাজির না হলে ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে।
উল্লেখ্য, ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মূল সনদপত্র ও গ্রেডশীটসমূহ ভর্তি কমিটিসমূহের সভাপতির অফিসে জমা রাখা হবে।