বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রোবো কার্নিভাল’। চতুর্থবারের মতো এই কার্নিভালের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির রোবটিক্স সোসাইটি। দুই দিনব্যাপী আয়োজনটি বসছে আগামী ১২ ও ১৩ জানুয়ারি। এর আগে বুয়েটের ওই ক্লাবটি ২০১৬ ,২০১৭,২০১৯ সালে রোবো কার্নিভাল আয়োজন করেছিল।
এবারের রোবো কার্নিভাল এর সেগমেন্টগুলো তৈরি করা হয়েছে “স্মার্ট বাংলাদেশ ২০৪১” এর আদলে। স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নের জন্য ৫টি ভিত্তি প্রস্তাব করা হয়েছে-স্মার্ট নাগরিক,স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ।
এবার ২০ ইউনিভার্সিটিকে ও কলেজকে রোবো কার্নিভালে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে ।
রোবো কার্নিভালে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
এগুলো হলো
Trash Collector Robot,
Fire Fighter Robot,
Robotics Olympiad,
Project Showcasing,
Workshop on Robotics Simulation Software
রোবো কার্নিভালে অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে
https://fb.me/e/2lpL1315p (Event Link) এই ঠিকানায়।
রেজিস্ট্রেশন এর শেষ সময় ৫ জানুয়ারি ২০২৩।
এবারের রোবো কার্নিভাল বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের দুই লাখ টাকার বেশি প্রাইজমানি দেওয়া হবে।