ভিসিকে অবাঞ্চিত ঘোষণা করে বিবৃতি দিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
আজ শনিবার (৩ আগস্ট) শিক্ষার্থীদের এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে তারা বলেন, আমরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সকল শিক্ষার্থী এই মর্মে ঘোষণা করছি যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে নিরাপরাধ শিক্ষার্থীদের অন্যায়ভাবে গুলি করে হত্যা এবং গণগ্রেফতারের প্রতিবাদের দরুন ডুয়েটের কোন শিক্ষক যদি কোনরূপ মানসিক কিংবা পারিবারিক ভাবে হয়রানির শিকার হন, তবে তার বিচার না হওয়া পর্যন্ত আমরা ডুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীরা ডুয়েটের সকল কার্যক্রম থেকে অব্যহতি গ্রহন করবো।