বিশ্বের জনপ্রিয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী কাজী নাঈম।
তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হাসান স্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সংবাদ মাধ্যমকে জানান, আমাদের বিভাগে ১২ তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে কাজী নাঈম অধ্যয়ন করেছেন। নিজের যোগ্যতা দিয়ে মাইক্রোসফটের লন্ডন অফিসে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় আমরা সবাই আনন্দিত। বিভাগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।
মাইক্রোসফটে যোগ দিতে পেরে কাজী নাঈম অনুভূতি প্রকাশ করে বলেন, মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। আমি এজন্য খুব পরিশ্রম করেছি। আমার মা, বাবা, দুই বোন, শিক্ষক, বন্ধু-বান্ধব ও সিনিয়র ভাই-বোনেরা অনেক সহযোগিতা করেছেন। মাইক্রোসফটে দক্ষ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কাজ করে নতুন নতুন জিনিস উদ্ভাবন করার চেষ্টা করব।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh