সম্প্রতি মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপ হালনাগাদে প্রতিষ্ঠানটির ভিডিও সম্মেলন সফওয়্যার টিমসের সব ব্যবহারকারীর জন্য ত্রিমাত্রিক অ্যাভাটার যোগ করার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে ত্রিমাত্রিক অ্যাভাটার ব্যবহার করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
২০২১ সালে টিমসে ত্রিমাত্রিক অ্যাভাটার নিয়ে কাজের ঘোষণা দেয় মাইক্রোসফট। এরপর সম্প্রতি সুবিধাটি নিয়ে তারা পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে। মাইক্রোসফট টিমসের নতুন এ সুবিধার ফলে সভা চলাকালে ব্যবহারকারীর ক্যামেরা ব্যবহারের প্রয়োজন হবে না। যাঁরা ক্যামেরা চালু রেখে সভায় অংশ নিতে অনাগ্রহী, এ সুবিধা তাঁদের সহায়তা করবে। ক্যামেরা ছাড়াই ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে ত্রিমাত্রিক এই অ্যাভাটারের মাধ্যমে পর্দায় চলমান (অ্যানিমেটেড) দৃশ্য দেখা যাবে।
মাইক্রোসফট মেশের প্রধান পণ্য ব্যবস্থাপক ক্যাটি ক্যালির ভাষ্যমতে, সুবিধাটি বাইনারি নয়। ফলে ব্যবহারকারী নিজেকে যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে উপস্থাপন করতে পারবেন। ভিডিও বা ত্রিমাত্রিক অ্যাভাটারের উপস্থাপনের মাধ্যমে নিজের মতো করে সাজিয়ে সভা করার অপশন বাছাই করা যাবে। ব্যবহারকারীর কণ্ঠ অনুসরণ করে তা অনুযায়ী ভঙ্গি প্রদর্শন করে ত্রিমাত্রিক অ্যাভাটারে তাঁর উপস্থিতি দেখা যাবে।
এদিকে মাইক্রোসফট টিমসের বিনা মূল্যে ব্যবহারের সুবিধা বন্ধ হতে যাচ্ছে। এপ্রিল মাসের ১২ তারিখের পর বিনা মূল্যে অ্যাপটি আর ব্যবহারের সুযোগ থাকবে না।
সূত্র: দ্য ভার্জ
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh