মাত্র ৩ বছরে পিএইচডি শেষ করে এক বুয়েটিয়ানের অনন্য কৃত্তি!!
তুরাস হক পিয়াল ভাই, পড়াশোনা করেছেন রংপুর জিলা স্কুলে। এরপর ১৩ ব্যাচে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করেছেন এবং ২০১৮ সালে বুয়েট থেকে পড়াশোনা শেষ করেন।


এরপর ২০১৯ সালের জানুয়ারিতে ভর্তি হন – ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডে। এখন ২০২২ এর এপ্রিল! পিএইচডি করতে যেখানে ৫-৬ এর বেশি সময় কেটে যায় বেশিভাগ মানুষেরই, সেখানে পিয়াল ভাই শেষ করেছেন মাত্র ৩ বছরেই। যা রীতিমতো অবিশ্বাস্য!
ভাইয়ের জন্য শুভকামনা আর ভালোবাসা রইলো!
তথ্যসূত্র : শাহেদ ইশরাক ভাই,
সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যামাজন