কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামের জন্য বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপকে নির্বাচন করেছে মেটা। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি। এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলারেটর (এপিএসপি) প্রোগ্রামের জন্য নির্বাচিত বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপ হলো—কাস্ট অ্যাওয়ে অন দ্য মুন, অপরাজিতা, পেনসিল, ফুডব্যাংক, স্কুল অব ইঞ্জিনিয়ার্স ও উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট।
এ বছর প্রথমবারের মতো বাংলাদেশে কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রাম চালু করে মেটা। ফেসবুকে বিভিন্ন কমিউনিটিভিত্তিক গ্রুপের প্রশাসকদের নেতৃত্ববিষয়ক দক্ষতার বিকাশ এবং অনলাইন মাধ্যমে কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে এ প্রোগ্রাম পরিচালনা করা হয়ে থাকে।
প্রোগ্রামের আওতায় নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোর প্রতিটি ৪০ হাজার ডলার করে মেটার অনুদান পাবে। বিনা মূল্যে নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি আগামী ৪ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মেটা কমিউনিটি পার্টনারশিপ টিমস এপিএসি রিজিওনাল পার্টনার ইভেন্ট’ অনুষ্ঠানে অংশ নেওয়ারও সুযোগ পাবেন গ্রুপের প্রশাসকেরা।
মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটি বিভাগ জানিয়েছে, বাংলাদেশে ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছে অনেক গ্রুপ। উদ্ভাবনী গ্রুপগুলোকেই কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামের জন্য নির্বাচন করা হয়েছে। এর ফলে গ্রুপগুলো নিজেদের কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে।
এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর (এপিএসপি) প্রোগ্রামের জন্য নির্বাচিত বাংলাদেশের ৬টি ফেসবুক গ্রুপের তালিকা।
মেটা এ বছর মেটার কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে সারা বিশ্বে মোট ১৩৫টি গ্রুপকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে বাংলাদেশের ৬টি, ফিলিপাইনের ৭ ও ইন্দোনেশিয়ার ৩ গ্রুপসহ মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের ১টি গ্রুপ রয়েছে।
বাংলাদেশ থেকে নির্বাচিত কাস্ট অ্যাওয়ে অন দ্য মুন গ্রুপের প্রশাসক শাহ জালাল আলিফ জানান, কয়েক বছর ধরে নিয়মিতভাবে কমিউনিটি এক্সেলারেটর প্রোগ্রামে পরিচালনা করলেও এবারই প্রথম বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে মেটা।
এই প্রোগ্রামে নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির উন্নয়নে বিভিন্ন সহযোগিতা করে থাকে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ থেকে নির্বাচিত আরেক গ্রুপ উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রশাসক নাসিমা আক্তার বলেন, ‘আমাদের এই স্বীকৃতি দায়িত্ববোধ বাড়িয়ে দিল। আমার বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমে দেশের নারীদের জন্য মেটার বিভিন্ন সুযোগ সহজলভ্য করতে পারব।’
From- Tariqur Rahman
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh