December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Admission Rajshahi University Student Activity University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ বিভাগের ১৬৮ টি আসন কমানো হয়েছে

গবেষণা ও শিক্ষার মান সুষ্ঠুভাবে ধরে রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৫ বিভাগের ১৬৮ টি আসন কমানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্যার এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইতিহাস বিভাগে আসন কমেছে ১০টি, বাংলা বিভাগে ২০ টি ও নাট্যকলাতে ৫ টি আসন কমেছে।

সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে আসন কমেছে ১০ টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কমেছে ১০ টি, সমাজকর্ম বিভাগে ২০ টি, সমাজবিজ্ঞান বিভাগে ২০ টি, লোকপ্রশাসনে ১০ টি, নৃবিজ্ঞানে ৬ টি ও ফোকলোরে কমেছে ৬ টি আসন।

জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগে কমেছে ৫ টি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে কমেছে ১৫ টি আসন। প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০ টি এবং ভূ-বিদ্যা অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে আসন কমেছে ৬ টি। এছাড়া চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে আসন কমেছে ১৫ টি।

Share করে সবাইকে জানিয়ে দিন

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *