bdengineer.com Blog Admission রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৫ জুলাই
Admission Student Activity University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৫ জুলাই

আগামী ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে। সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এবার ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ২৫ মে দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। যা ৯ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। এছাড়া প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জুন দুপুর ১২টা থেকে শুরু হয়ে এই আবেদন ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক / স্নাতক (সম্মান) শ্রেণীতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০। পরীক্ষায় পাশ নম্বর ৪০। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে।

শিফট অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version