রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়ে গেছে। এবার রাবির তিন ইউনিট মিলে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন শেষ জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন সুযোগ দেওয়া হয়েছে। তিন ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ করেছেন শিক্ষার্থীরা। ‘বি’ ইউনিটে কম আবেদন পড়েছে। ফলে ৩৭ হাজার ৭৩২ টি আসন ফাঁকা রেখেই এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে (এ, বি, সি) আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ জন ভর্তিচ্ছু। এদিকে রাবির ‘বি’ ইউনিটে ৫৬০টি আসন রয়েছে। সেই হিসেবে রাবির ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৬৯ জন ভর্তিচ্ছু লড়বেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) মধ্য দিয়ে শুরু হবে। তাছাড়া ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১: সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২: ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩: দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও গ্রুপ-৪: বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh