April 19, 2025
Chicago 12, Melborne City, USA
Admission Rajshahi University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ‘এ’ ইউনিটে ১৯০২ টি আসনের বিপরীতে লড়বেন ৬৭ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।

আজ সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ১০টা পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে ১১ টা থেকে ১২ টা, ১টা থেকে ২টা, সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অন্য চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থীর অংশগ্রহনের সুযোগ থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৩২১ জন। পরীক্ষায় ১ম শিফটে ৮৯ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী, ২য় শিফটে ৮৯ দশমিক ১১ শতাংশ, ৩য় শিফটে ৮৮ দশমিক ১১ শতাংশ, ৪র্থ শিফটে ৮২ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো। মোট শিক্ষার্থীর ১২ শতাংশ অনুপস্থিত ছিলো।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *