December 22, 2024
Chicago 12, Melborne City, USA
Tech University

রোভার চ্যালেঞ্জের ফাইনালে চার বিশ্ববিদ্যালয়

মঙ্গলগ্রহ নিয়ে গবেষণাকারী অলাভজনক সংস্থা ‘মার্চ সোসাইটি’ কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনাল-২০২৩’ এ পৌঁছেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্রাক ইউনিভার্সিটি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং ইউনাইটেড ইউনিভার্সটি অব সায়েন্স আ্যান্ড টেকনোলজির (ইউআইইউ) চার টিম।

এ বছরে প্রতিযোগীতায় বিশ্বের মোট ১০৪টি টিম অংশগ্রহণ করে যাদের মধ্যে ফাইনালে পৌঁছেছে ৩৭টি দল। আগামী ৩১ জুন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উতাহতে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে এ ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ২০২২ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ফাইনালে এশিয়ার মধ্যে প্রথম এবং বিশ্বে ১৬তম স্থান অর্জন করেছিল ইউআইইউ এর টিম ‘মাভেন’।

ফাইনালে পৌঁছানো চারটি টিম হলো, বুয়েটের টিম ইন্টারপ্লানেটার, ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইউনিভার্সিটি মঙ্গল তরী, এমআইএসটি এর এমআইএসটি মঙ্গল বারোতা এবং ইউআইইউ এর ইউআইইউ মার্চ রোভার।

উল্লেখ্য, ভবিষ্যতে মঙ্গল গ্রহের বুকে মানববসতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে অলাভজনক প্রতিষ্ঠান ‘মার্চ সোসাইটি’।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *