ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে ‘লেকচারার’ পদে ০৩ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন
সরকারী চাকরির খবর,
.
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিভাগের নাম: পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট।
.
চাকরির ধরন: স্থায়ী।
পদের নাম: লেকচারার
.
পদের সংখ্যা- তিনটি পদ
মোট পদের সংখ্যা-তিনটি পদ
.
বেতন-২২০০০-৫৩০৬০ টাকা, ১৬০০০-৩৮৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয় B.Sc Engineering
বয়স: নির্ধারিত নয়
.
অভিজ্ঞতা- ছবি দেখুন,
আবেদনের নিয়ম ও বিস্তারিত ছবিতে দেখুন।
আবেদন ফী- পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ৭৫০ টাকা পাঠাতে হবে
.
সূত্র – Online News
আবেদন শেষ তারিখ- ৩১ মে ২০২২
আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০
.
আবেদন করার জন্য বিস্তারিত নিয়ম কানুন ও যাবতীয় তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে
From – Md Hasib
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh