April 5, 2025
Chicago 12, Melborne City, USA
Bangladesh Featured Govt. Jobs Jobs Exam Result

শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি ২১ শে ডিসেম্বর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ হাজার শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশ করা হবে। ইনডেক্সধারী শিক্ষকদের রিট গণবিজ্ঞপ্তি প্রকাশে বাধা হবে না।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি জানান, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি নিতে আজ (মঙ্গলবার) সকালে আমাদের চেয়ারম্যান মহোদয় সচিবালয়ে গেছে। সেখান থেকে আজ অনুমতি নিয়ে আসলে আগামীকাল বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএ’র সচিব জানান, ১৩তম নিবন্ধনধারীরা যে রিট করেছিল সেখানে আদালতের স্থগিতাদেশ পেয়েছি। চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশে এটি আমাদের সবচেয়ে বড় বাধা ছিল। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার। চলতি সপ্তাহের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ইনডেক্সধারী শিক্ষকরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে রিট করেছেন। এই রিট গণবিজ্ঞপ্তি প্রকাশে কোনো বাধা হবে কিনা; এমন প্রশ্নের জবাবে মো. ওবায়দুর রহমান আরও বলেন, ইনডেক্সধারীরা রিট করেছে। সেই রিটে আদালত রুল জারি করেছে। তবে রুলের কাগজপত্র আমরা এখনো পাইনি। এছাড়া আদালত তাদের বিষয়ে কি রায় দেবে সেটিও আমরা জানি না। এটি সময় সাপেক্ষ ব্যাপার। কাজেই গণবিজ্ঞপ্তি প্রকাশে এই রিট কোনো বাধা নয়।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *