April 9, 2025
Chicago 12, Melborne City, USA
CUET

শেষ হলো চুয়েট ক্যাম্পাসের ‘সবচেয়ে বড়’ আয়োজন

শেষ হলো চুয়েট ক্যাম্পাসের ‘সবচেয়ে বড়’ আয়োজন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষে ২০১৭-১৮) শিক্ষা সমাপনী উৎসবের সমপানীতে আজ রবিবার সকালে চুয়েটের কেন্দ্রীয় মাঠের দৃশ্য এমনই ছিল। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া চারদিন ব্যাপী এই উৎসবে গতকাল শনিবার কনসার্ট পর্বের মধ্যে দিয়ে ইতি টানা শুরু হয় এই উৎসবের। যা শেষ হয় আজ রবিবার সকাল সোয়া নয়টা নাগাদ।

আর এরই মধ্য দিয়ে এ শেষ হলো চুয়েটের শিক্ষা সমাপনী উৎসব-২০২২। ২০১৭-১৮ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে এবারের উৎসবকে নামকরণ করা হয়েছিলো- সংবর্ত ১৭। “সংবর্তের ক্ষিপ্ত ডাক, এক সাথে এক সাত” স্লোগানকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলে নানাবিধ আয়োজন।

করোনার পর নানাবিধ প্রতিবন্ধকতা কাটিয়ে দীর্ঘ চার বছর পর আয়োজন হয়েছিলো শিক্ষা সমাপনী উৎসব। কালের দীর্ঘ এই ব্যবধান আনন্দে নতুন মাত্রা যোগ করে তা বলার অপেক্ষা রাখে না। গত ২৫ জানুয়ারি থেকে শুরু চারদিন ব্যাপী চলে এই উৎসব। এর আগে উৎসবের প্রস্তুতি রূপ নেয় নানান সব উদ্যোগ।

দীর্ঘ প্রতীক্ষার পর এবার সবকিছুই হচ্ছে ভিন্ন আঙ্গিকে। আলপনায় রয়েছে বিশেষ আকর্ষণ। ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন পুরোটা বিভিন্ন আলপনায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তাঁরা। এছাড়া বিদায়ী ব্যাচের ৭১১ জন শিক্ষার্থীর নাম আলপনায় যুক্ত করার পরিকল্পনা যুক্ত করা হয়েছে।

চারদিনের আয়োজনের এবারের অনুষ্ঠানের প্রথমদিনে (২৫ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান, চট্টগ্রাম শহর ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা, ফ্ল্যাশমব, কালার ফেস্ট, বৃক্ষরোপণ এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের নৈশভোজ পর্ব ছিলো। পরবর্তী দিনের আয়োজনে ছিলল ফটো এক্সিবিশন। গত ২৭ জানুয়ারি সাংস্কৃতিক সন্ধ্যা এবং সর্বশেষ দিনে (২৮ জানুয়ারি) শনিবার ছিলো জমকালো কনসার্ট যেখানে পারফর্ম করছে ওয়ারফেজ, আর্ক, নেমিসিস, ক্রিপটিক ফেট, কার্নিভাল এবং উন্মাদের মতো জনপ্রিয় কিছু ব্যান্ড। যা রবিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত চলে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে এতো বড় মহোৎসবের আয়োজনে খুশি সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের পরিবার। বছর পর বছর যেন এমন আয়োজন হয় সেই প্রত্যাশাই চুয়েটের সংশ্লিষ্ট সকলের।

উল্লেখ্য যে, ২০১৯ সালে সর্বশেষ ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা (চুয়েটের ৪৫তম ব্যাচ) তাদের শিক্ষা সমাপনী উৎসব ‘চিরন্বয়’১৪ ‘ আয়োজন করে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *