bdengineer.com Blog Scholarship সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে যুক্তরাজ্যে পড়ার সুযোগ
Scholarship Study Abroad

সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে যুক্তরাজ্যে পড়ার সুযোগ

ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন

ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপে ১ থেকে ২ বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন (ইউএএল)। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জুন।

‘ইউএএল ইন্টারন্যাশনাল পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ এন্ড একোমোডেশন অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীরা ফাইন আর্ট, বায়োডিজাইন, কম্পিউটিং, ফটোগ্রাফিসহ শিল্পকলা বিষয়ক বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয়গুলো জানতে এখানে Click করুন।

ইউনিভার্সিটি অফ আর্টস লন্ডন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয়। এটি শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন এবং পারফর্মিং আর্টে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এর অধীন ছয়টি আর্ট কলেজ রয়েছে। কলেজগুলো হল- ক্যাম্বারওয়েল কলেজ অফ আর্টস, সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, চেলসি কলেজ অফ আর্টস, লন্ডন কলেজ অফ কমিউনিকেশন, লন্ডন কলেজ অফ ফ্যাশন এবং উইম্বলডন কলেজ অফ আর্টস। ২০০৩ সালে এটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

যোগ্যতার মানদণ্ড:
• স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
• যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন এমন কেউ আবেদন করতে পারবেন না।
• ইংরেজি দক্ষতা প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর পেতে হবে।

সুযোগ-সুবিধাসমূহ:
• কোনো টিউশন ফি লাগবে না।
• উপবৃত্তি হিসেবে মোট ৫০ হাজার পাউন্ড প্রদান হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬৪ লাখ টাকা।
• আবাসন সুবিধা প্রদান করা হবে।

প্রয়োজনীয় নথিসমূহ:
• আবেদনকারীর পাসপোর্ট।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• পার্সোনাল স্টেটমেন্ট।
• দুইটি রেফারেন্স লেটার।
• জীবন বৃত্তান্ত (সিভি)।
• ইংরেজি দক্ষতা সনদ।

আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে Click করুন।

Share করে সবাইকে জানিয়ে দিন।


Page Link- bdengineer.com

Page Link- Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version