ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেলে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষার এই ফল প্রকাশ করা হয়।
পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট- https://collegeadmission.eis.du.ac.bd এ লগইন করে ফল দেখতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং অধিভুক্ত কলেজের ১ম বর্ষ স্নাতক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬১.১ শতাংশ শিক্ষার্থী ভর্তির উপযোগী হয়েছেন। যা গতবছর ছিল ৫৭.৭ শতাংশ। সেই তুলনায় এবার অনেক ভালো পরীক্ষা হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯১ পেয়েছেন তিনজন। এর মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে শিক্ষার্থী রয়েছেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh