bdengineer.com Blog Admission সাত কলেজের ২০ ক্রেডিটের মানোন্নয়ন পরীক্ষার সিদ্ধান্ত স্থগিত
Admission Dhaka University

সাত কলেজের ২০ ক্রেডিটের মানোন্নয়ন পরীক্ষার সিদ্ধান্ত স্থগিত

ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সর্বোচ্চ ২০ ক্রেডিটের বেশি মানোন্নয়ন পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, সরকারি সাত কলেজের ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে দেওয়া নির্দেশনা স্থগিত করা হলো।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রচলিত বিধি মোতাবেক একবার (পরবর্তী ব্যাচের সঙ্গে) মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আর কোনো বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরপর পরবর্তী দুই ব্যাচের সঙ্গে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে অকৃতকার্য বিষয়ে পাশ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version