গাজীপুরের টঙ্গীতে স্কুল ড্রেস পরে ধূমপানের অভিযোগে চার ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করেছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গত রমজান মাসে কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার নজরে আসে।
রমজান মাসে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ম শ্রেণির চার ছাত্রী স্কুলের পাশে আউচপাড়ায় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। কোচিং সেন্টারের পাশের গলিতে দাঁড়িয়ে স্কুল ড্রেস পরা অবস্থায় ধূমপান করছিল ছাত্রীরা। এ সময় তাদের অন্য বন্ধুরা ধূমপানের দৃশ্যটি ভিডিও করে রাখে। পরে গত ঈদুল ফিতরের আগে ওই ভিডিওটি ফেসবুকে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। ঈদ শেষে স্কুল খোলার পর বৃহস্পতিবার ওই চার শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে মৌখিকভাবে স্কুল থেকে বহিষ্কার করা হয়।
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি রমজান ও ঈদের ছুটির মধ্যে হওয়ায় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারিনি। স্কুল খোলার পর ওই চার শিক্ষার্থী ও তাদের অভিভাবককে মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে। তারা যেন স্কুলে আর না আসে। বিষয়টি শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
From- News
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh