December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Engineers IEB

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রকৌশলীদেরই এগিয়ে আসতে হবে

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রকৌশলীদেরই এগিয়ে আসতে হবে

আমাদের কর্মঘণ্টা বাচাঁনোর জন্য প্রকৌশলীরা সৃজনশীল ব্যবস্থা গ্রহন করতে হবে। বাজেটের আকার অনেক বেড়েছে৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭৩ সালে যে বাজেট প্রদান করা হয়েছে তা অনেক গুন সমৃদ্ধ হয়েছে শেখ হাসিনার হাত ধরেই। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রকৌশলীরাই এগিয়ে আসতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবে সারাবিশ্বে বাংলাদেশ নেতৃত্ব দিবে প্রকৌশলীরা।

আজ শনিবার (২৯ অক্টোবর) আইইবির সদর দফতরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)র তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে ‘৫ম বার্ষিকী পেপার উপস্থাপন’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর এইসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, আমাদের বর্তমান সময়ের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি৷ এই চ্যালেঞ্জ গুলোই আমাদের সুযোগ তৈরি করে দিচ্ছে। একাডেমিশিয়ান, শিক্ষার্থীরা সেই সুযোগগুলো গ্রহণ করবে। আমাদের পাওয়ার স্টেশনগুলোতে উৎপাদন বাড়াতে প্রকৌশলীরা আরও বেশি সক্রিয় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান বলেন, আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন তড়িৎ কৌশল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

সময়ের সাথে বিভিন্ন বিষয়গুলোর সমন্বয় হলেই বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব হবে৷ তড়িৎ কৌশল বিভাগের প্রকৌশলীদের কাজ করার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। ২০৪১ সালের বাংলাদেশ বির্নিমানে আমরা আরও বেশি কাজ করে যাবো।

অনুষ্ঠানে তড়িৎ কৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু সুফিয়ান মাহবুব (লিমন) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান,খন্দকার মঞ্জুর মোর্শেদ, মঞ্জুরুল হক মঞ্জু, এজিএস শেখ তাজুল ইসলাম তুহিন, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোল্লা মোঃআবুল হোসেন, সম্পাদক কাজী খাইরুল বাশার, বিভাগের সম্পাদক মেসবাহুজামান চন্দন, অমিত কুমার, ড. আনোয়ারুল ফাত্তাহ, মো. জুলফিকার আলী।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *